ছাতকে মুক্তিযোদ্ধা নূরুল আমিনের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

0
513
ছাতকে মুক্তিযোদ্ধা নূরুল আমিনের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

খবর৭১ঃ

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা গ্রামের বাসিন্দা, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগ নেতা মরহুম মুক্তিযোদ্ধা নুরুল আমিনের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকেলে মরহুমের বাড়ির সামনের মাঠে রাষ্ট্রিয় মর্যদা ও যানাজা শেষে পাবিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। রাষ্ট্রিয় মর্যদা প্রদান করেন সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল ও কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। মুক্তিযোদ্ধা নূরুল আমিন রোববার রাত ১১ টায় চৌকা গ্রামের নিজ বাড়িতে শেষ নিৎশ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে তার বয়স ছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ৪ কন্যা নাতি-নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। যানাজায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, দোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here