খবর৭১ঃ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সাথে যুদ্ধ চান না, কিন্তু সংঘাত বেধে গেলে, ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।
এনবিসিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়, কিন্তু ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না।
এ সপ্তাহে ইরান একটি মানববিহীন আমেরিকান ড্রোন গুলি করে ভূপাতিত করে, এবং তার জবাবে ইরানে সামরিক হামলার প্রস্তুতি নিয়েও পরে তা স্থগিত করেন মি ট্রাম্প।
মোহাম্মদ জাবেদ জারিফ টুইটার বার্তায় বলেন, বিলোপসাধন= গণহত্যা= যুদ্ধাপরাধ। ইরানের সঙ্গে স্বল্প যুদ্ধ ধারণা কাল্পনিক।
এর আগে বুধবার ট্রাম্প বলেছিলেন, আলোচনার পথ বন্ধ, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।
এর আগে মঙ্গলবার ট্রাম্প বলেন, আমেরিকার যে কোনো হামলা ইরানকে মুছে ফেলতে পারে।
চার বছর আগে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি করেছে ইরান। তবে এ চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্র তাদেরকে সরিয়ে নেয়। এরপর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন।
পরবর্তীতে পারস্য উপসাগরে মার্কিন রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন ড্রোন ইরান ভূপাতিত করার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত সপ্তাহের সোমবার ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রশাসন। এ নিষেধাজ্ঞার আওতায় তেহরানের সর্বোচ্চ নেতা খামেনির কার্যালয় রয়েছে।