আগের আর এখনকার পুলিশ এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

0
498

খবর৭১ঃ দশ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। জঙ্গি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনতা পুলিশকে সহযোগিতা করেছে বলে মন্তব্য তাঁর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তবে উন্নয়নের এ গতি অব্যাহত রাখতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা বড় বিষয়।

বৃহস্পতিবার নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

পুলিশের সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে। এখনের পুলিশ বাহিনীকে কেউ যদি ১০ বছর আগের পুলিশ বাহিনী মনে করে তাহলে বড় ভুল করবে।
সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য ডা. আফসারুল আমীন, এম এ লতিফ, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, কমিউনিটি পুলিশিং চট্টগ্রামের সদস্য সচিব অহীদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here