ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের এক মাসের কারাদন্ড

0
540
ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের এক মাসের কারাদন্ড

 খবর ৭১ঃ  মিজানুর রহমান মিলন, সৈয়দপুর

নীলফামারীর সৈয়দপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক বখাটে যুবকের এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত যুবক হচ্ছে মো. কায়সার (২৮)। সে শহরের পুরাতন বাবুপাড়ার আকবর আলীর পুত্র। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার-যাওয়ার পথে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল বখাটে মো. কায়সার (২৮)। এ ঘটনায় একাধিকবার তাকে সর্তক করা হয় এবং তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। এদিকে, প্রতিদিনের মতো ঘটনার দিন বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই স্কুল ছাত্রীকে বখাটে কায়সার শহরের বঙ্গবন্ধু সড়কের পুরাতন বাবুপাড়া মোড়ে উত্ত্যক্ত করে। পরে ওই ছাত্রী বিদ্যালয়ে পৌঁছে ঘটনাটি প্রধান শিক্ষককে অবহিত করে। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে তারা ওই বখাটেকে শহরের পুরাতন বাবুপাড়া মোড় এলাকা থেকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তে দায়ে কায়সারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান পাশা স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ভ্রাম্যমান আদালতে বখাটে ওই যুবককে এক মাসের কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দন্ডপ্রাপ্ত কায়সারকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here