শেরপুরে অলিম্পিক ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

0
1069

আবু হানিফ, শেরপুর প্রতিনিধি, খবর ৭১ঃ ‘মুভ লার্ন এন্ড ডিসকভার’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অলিম্পিক ডে উপলক্ষে ২৩ জুন রবিবার শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। কালেক্টরেট চত্বরে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত র‌্যালিটি পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, এনডিসি মেজবাউল আলম ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত সহ স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here