আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
475

সুনামগঞ্জ প্রতিনিধি, খবর ৭১ঃ ২৩ জুন প্রথম প্রহরে রঙিন ফানুস উ‌ড়ি‌য়ে সুনামগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের বর্ণাঢ্য শোভাযাত্রা, কে‌ক কেটে ৭০তম প্র‌তিষ্ঠা‌বা‌র্ষিকী উদযাপন ক‌রে‌ছেন দলীয় নেতাকর্মীরা।

এ উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের বাসভবনে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড.হায়দার চৌধুরী লিটন, সাংগাঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আ’লীগ নেতা ঈশতিয়াম শামীম, শাহ আবু নাসের প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে সকালে জেলা আ.লীগ নেতৃবৃন্দ তৃণমূল আ’লীগকে নিয়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন, ক্যাপ গেঞ্জিসহ নানাভাবে সজ্জিত ছিলেন নেতাকর্মীরা। এদিকে রবিবার সকালে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের নেতৃত্বে শহরে প্রতিষ্টা বার্ষিকী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীও সমর্থকদের নিয়ে যোগ দেন। রবিবার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠ‌নের নেতাকর্মীরা সুনামগঞ্জ শহ‌রের আলফাত উ‌দ্দিন স্কয়া‌রে ফানুস উ‌ড়ি‌য়ে, কেক কে‌টে এবং দলীয় শ্লোগা‌নে মুখ‌রিত ক‌রে প্র‌তিষ্ঠাবা‌র্ষিকীর উদযাপন ক‌রেন।

উপ‌স্থিত ছি‌লেন, জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক শংকর চন্দ দাস, জু‌নেদ আহমদ, জেলা যুবলী‌গের আহবায়ক ও সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, আ.লীগ নেতা অ্যাড‌ভো‌কেট আব্দুল ক‌রিম, জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, সী‌তেশ তালুকদার মঞ্জু, জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদক জু‌বের আহমদ অপু, জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি দীপঙ্কর কা‌ন্তিসহ বি‌ভিন্ন অঙ্গসংগঠ‌নের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here