একটি সেতুর অভাবে ৪০ বছর যাবত দুর্ভোগে ভূগছে ১০ গ্রামের মানুষ

0
350

মোঃরাকিব হাসান পটুয়াখালী প্রতিনিধিঃ সরকার আসে সরকার যায় কিন্তু ৪০ বছরেরও বেশি সময়কাল ধরে খালের উপরে একটি ঝুঁকিপূর্ন বাঁশের সাকোঁ দিয়ে চলাচলে দুভোর্গ পোহাতে হচ্ছে ১০ গ্রামের মানুষের। একটি সেতুর অভাবে বন্ধ হবার উপক্রম হয়েছে ১০ গ্রামের মানুষের সার্বিক যোগাযোগ ব্যবস্থা। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোল্লা বাড়ির সামনে হুজুর আলীর খালের ওপর ঝুঁকিপূর্ন এই বাশেঁর সাঁকো দিয়ে বর্ষার সময়ে চলাচলে ভোগান্তিতে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা আর ৪০ বছরেরও বেশি সময়কাল ধরে এ খালের উপরের ৬০ফুট দৈর্ঘ্যরে বাঁশের সাকোঁই এখানকার মানুষজনের চলাচলের একমাত্র ভরসা। জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকারের নির্বাচন এলেই প্রার্থীরা এই সাঁকোটির পরিবর্তে ব্রীজ কিংবা কালভার্ট নির্মানের আশ্বাস দেন। কিন্তু নির্বাচন চলে গেলেও এখানে ব্রীজ আর নির্মান হয়না বলে জানান স্থানীয়রা। খালের উপর সংযোগ সেতু না থাকায় প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক স্কুল,কলেজ ও মাদ্রসার শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারন পড়েছে চরম দুভোর্গে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর পরও বিদ্যালয় সংলগ্ন হুজুর আলী খালের উপর সংযোগ সেতু নির্মানের ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here