ম্যাচের আগের রাতে সিসা বারে যাওয়ার অভিযোগ অস্বীকার শোয়েবের

0
443

খবর ৭১ঃ খবর বেরিয়েছিল, ভারত ম্যাচের আগের রাতে পরিবার ও সতীর্থদের সঙ্গে সিসা বারে সময় কাটিয়েছিলেন শোয়েব মালিক। তবে এ দাবি অস্বীকার করে মালিক জানিয়েছেন, মিথ্যা তথ্য ছড়াচ্ছে পাকিস্তানের মিডিয়া। এ নিয়ে টুইটারে তর্কে জড়িয়েছেন শোয়েবের স্ত্রী সানিয়া মির্জা।

ভারতের বিপক্ষে এক হারই যেন পাকিস্তান দলের একের পর এক গুমর ফাঁস করে দিচ্ছে! সাবেক ক্রিকেটারেরা দল বেঁধে সরফরাজদের সমালোচনায় নেমেছেন। দলে বিভেদ সৃষ্টি হয়েছে বলেও গুঞ্জন পাকিস্তানি মিডিয়ায়। এর মধ্যে গতকাল খবর বেরোয়, ভারতের বিপক্ষে ম্যাচের আগের রাতে দুইটার সময় সিসা বারে দেখা গেছে শোয়েব মালিককে। একদিন পর মুখ খুলেছেন মালিক। বলেছেন, ভুল তথ্য ছড়িয়েছে পাকিস্তানের মিডিয়া।

১৬ জুন ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগের রাতে শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম ও ওয়াহাব রিয়াজকে একটি সিসা বারে দেখা গেছে। সঙ্গে ছিলেন শোয়েবের স্ত্রী সানিয়া মির্জা ও তাদের সন্তান। ম্যাচের আগে গভীর রাতে দলের কয়েকজন খেলোয়াড়কে বারে দেখে ভিডিও করে রাখেন সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি। ভারত ম্যাচে শোচনীয় পরাজয়ের পর সেই ভিডিও বিভিন্ন পাকিস্তানি মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই শোয়েব মালিকের সমালোচনা হচ্ছে।

তবে মালিকের ভাষ্য, মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ম্যাচের আগের রাত, অর্থাৎ ১৫ জুন নয়, তিনি বারে গিয়েছিলেন ১৩ জুন। ভুল তথ্য ছড়িয়ে মানুষকে উত্তেজিত করায় পাকিস্তানি মিডিয়াকে এক হাত নিয়েছেন পাকিস্তানের হয়ে ২৮৭টি ওয়ানডে খেলা মালিক। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে মালিক বলেছেন, ‘আমাদের আদালতগুলো কবে পাকিস্তানের মিডিয়াকে বিশ্বাসযোগ্যতার জন্য জবাবদিহির আওতায় আনবে! আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে ২০ বছরেরও বেশি সময় ধরে সেবা দেওয়ার পর ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাখ্যা দিতে হচ্ছে আমাকে, এটা সত্যিই দুঃখজনক। যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেগুলো ১৫ জুনের নয়, বরং ১৩ জুনের।’

এই টুইটের ১২ মিনিট পর আরেকটি টুইট করেছেন মালিক। খেলোয়াড়দের পরিবারকে সমালোচনার বাইরে রাখার অনুরোধ করেছেন চলতি বিশ্বকাপে ৩ ম্যাচে ৮ রান করা মালিক, ‘সকল অ্যাথলেটের পক্ষ থেকে আমি মিডিয়া ও সাধারণ মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের পরিবারের সম্মানটুকু বজায় রাখুন। ইচ্ছাকৃতভাবে সব জায়গায় তাদের টেনে আনার দরকার নেই। এটি কোনো ভালো কাজ হতে পারে না।’

এদিকে ভিডিও প্রকাশ হওয়ার পর টেনিস তারকা ও শোয়েবের স্ত্রী সানিয়া মির্জাকে এক হাত নিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক। এক টুইটে সানিয়াকে উদ্দেশ্য করে বীণা বলেছেন, ‘সানিয়া, আমি বাচ্চাটির জন্য ভীষণ উদ্বিগ্ন। তোমরা বাচ্চাটিকে সিসা বারে নিয়ে গিয়েছিলে। এটা কি উচিত কাজ? এ ছাড়া আমি যতটুকু জানি, বাইরের খাবার অ্যাথলেট ও বাচ্চাদের জন্য ক্ষতিকর। একজন মা ও অ্যাথলেট হিসেবে এটা তো তোমার ভালোই জানার কথা, তাই না?’

বীণা মালিকের এই টুইটের জবাব দিয়েছেন সানিয়াও। ফিরতি এক টুইটে সানিয়া বলেছেন, ‘বীণা, আমি আমার সন্তানকে সিসা বারে নিয়ে যাইনি। এটা তোমার বা পৃথিবীর অন্য কারওর চিন্তার বিষয় নয়। আমার মনে হয়, অন্য যে কারওর চেয়ে আমি আমার সন্তানের বেশি যত্ন নেই। আর দ্বিতীয় বিষয়, আমি পাকিস্তান ক্রিকেট দলের পুষ্টিবিদ নই। কিংবা তাদের মা, শিক্ষক বা অধ্যক্ষও নই।’

এমনিতেই মাঠের পারফরম্যান্সে দর্শক-সমর্থকদের মন ভরাতে পারছে না পাকিস্তান। তার ওপর একের পর এক বিতর্ক যেভাবে ছেঁকে ধরেছে দলটিকে, পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট বিষয়টিকে কীভাবে সামাল দেয়, সেটিই এখন দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here