মংহাইথুই মারমা, বান্দরবান প্রতিনিধি, খবর ৭১ঃ বান্দরবানের সাংগু নদীতে গোসল করতে গিয়ে এক গৃহিনী নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার ভোর ছয়টায় বান্দরবান সদরের ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর নিবাসী খুরশিদা বেগম (৪০) নামে এই গৃহীনি সাংগু নদীতে গোসল করতে গেলে পা পিঁছলে পানিতে পড়ে যায়।
পরে খুরশিদা বেগম পানিতে পড়ে যাওয়ার পর স্থানীয় লোকজন নদীতে অনেক খোঁজখুজি করার পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল তাকে উদ্ধারে নামে।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো:ফরহাদ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা সকাল ৮টা থেকে খুরশিদা বেগমকে উদ্ধারে সাংগু নদীতে অভিযান শুরু করি এখনো তার কোন হুদিস পাওয়া যায়নি। তিনি আরো জানান,চট্টগ্রাম থেকে ডুবুরির একটি বিশেষ দল বান্দরবান আসছে ,ডুবুরির দলটি বান্দরবান আসলে আমরা আমাদের উদ্ধার কার্যক্রম আরো তরান্বিত করতে পারবো।