খবর ৭১ঃ এবারের বিশ্বকাপের বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে সবচেয়ে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক তারকা ব্যাটসম্যান হার্শেল গিবস।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার খেলতে নেমে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব, তাঁর এই ব্যাটিং দেখে এমন মন্তব্য করলেন গিবস।
প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫২ রানের মাথায় ওপেনার সৌম্য সরকার ফিরে গেলে খেলতে নেমেছিলেন সাকিব। এরপর দারুণ ব্যাটিং করে নিজের ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকান তিনি।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। সাকিবের বন্দনা করতে তাই ভোলেননি গিবস।
সাকিবের দারুণ ব্যাটিং দেখে শুরু থেকেই তাঁর সেঞ্চুরির আভাস পাচ্ছিলেন এই প্রোটিয়া। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘সাকিব এই বিশ্বকাপের বিশেষজ্ঞ ব্যাটসম্যান। দারুণ চিত্তাকর্ষক, আরেকটি সেঞ্চুরি আসছে।’