বিশবকাপের সেরা দশ বোলারের দুইজন বাংলাদেশের

0
411

খবর ৭১ঃ বিশ্বকাপ চলে এসেছে মাঝপথে। ৪৮ ম্যাচের আসর, আজ চলছে ২৪তম ম্যাচ। ব্যাটিংয়ে বাংলাদেশের পতাকা সবার ওপরে তুলে ধরেছেন সাকিব আল হাসান। বোলিংয়েও সেরা দশে আছেন বাংলাদেশের দুই পেসার। কাল তিন উইকেট নিয়ে এই বিশ্বকাপে সেরা ৫ বোলারের তালিকায় উঠে এসেছেন সাইফউদ্দিন। কালকের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে শেষের ঝড় তুলতে না দেওয়া মোস্তাফিজও ৩ উইকেট নিয়ে চলে এসেছেন সেরা দশে।

এখন পর্যন্ত বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুজন করে বোলার আছেন সেরা দশে। বাকি চারজন ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তানের। সেরা দশে ভারতের কেউ নেই। সবার শেষে বিশ্বকাপ শুরু করায় ভারত এমনিতেই ম্যাচ কম খেলেছে। তার ওপর তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসেও গেছে। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে ১২ নম্বরে আছেন যুজবেন্দ্র চাহাল। অবশ্য সেরা দশে থাকা নিউজিল্যান্ডের দুই বোলারও ৩ ম্যাচ করে খেলেছেন। আবার এঁদের চেয়ে মাত্র এক ম্যাচ বেশি খেললেও ১৩ উইকেট মোহাম্মদ আমিরের।

ভারত তার বোলারদের কাছ থেকে এখনো সেরাটা পায়নি—এটাও সত্যি। বিশ্বকাপের আগে যদিও অনেকেই বলেছেন, ব্যাটিং নয়; এবার ভারতকে বিশ্বকাপ জেতাবে তাদের বোলিং। সময় এখনো পড়েই রইল। সামনের দিনগুলোতে এই তালিকায় অনেক অদল-বদল আসবে নিশ্চয়ই। তবে একটা বিষয় এখনই পরিষ্কার, এই বিশ্বকাপে রাজত্ব করবেন পেসাররাই। এখন পর্যন্ত সেরা দশের ৯ জনই পেসার, একমাত্র স্পিনার ইমরান তাহির।

বিশ্বকাপে সেরা ১০ বোলার

বোলার ম্যাচ উইকেট সেরা গড় ইকো.
মোহাম্মদ আমির ১৩ ৫/৩০ ১৩.০৭ ৪.৭২
মিচেল স্টার্ক ১৩ ৫/৪৬ ১৯.১৫ ৫.৪১
প্যাট কামিন্স ১১ ৩/৩৩ ১৮.৮১ ৪.৪৮
জফরা আর্চার ৩/২৭ ১৮.৩৩ ৪.৭৩
সাইফউদ্দিন ৩/৭২ ২৭.৫৫ ৭.২৯
লকি ফার্গুসন ৪/৩৭ ১২.৩৭ ৩.৮৮
ইমরান তাহির ৪/২৯ ২৫.৬২ ৫.৫৪
ম্যাট হেনরি ৪/৪৭ ১৮.০০ ৫.১৭
মোস্তাফিজুর রহমান ৩/৫৯ ৩৫.৫৭ ৭.০৮

* ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here