খবর ৭১ঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবিস্মরণীয় জয় দিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে উঠে এসেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই সেমিফাইনালের জয়ের পথে আরও একধাপ এগিয়ে গিয়েছে টাইগাররা। ক্যারিবিয়ানদের ছুড়ে দেয়া ৩২২ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে এবং ৫১ বল হাতে রেখে টপকে যায় তারা।
নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে গাঙ্গুলি লিখেছেন, সাবাশ বাংলাদেশ। দারুণ লাগছে দলটিতে এত ভালো খেলোয়াড়ের সমাহার দেখে। এভাবেই খেলতে থাক।
টনটনের ছোট মাঠে ৩২১ রানে উইন্ডিজকে বেঁধে রাখেন মাশরাফি, সাকিব, মোস্তাফিজ, সাইফউদ্দিনরা। ব্যাটিংয়ে দলকে শুভসূচনা এনে দেন তামিম-সৌম্য। পরে লিটন কুমার দাসকে নিয়ে চতুর্থ উইকেটে ১৮৯ রানের জুটি গড়েন সাকিব, যা এবারের বিশ্বকাপে রেকর্ড পার্টনারশিপ। মূলত তাদের অনবদ্য ব্যাটিংয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ।
৯৯ বলে ১৬ চারে হার না মানা ১২৪ রানের অনন্য সাধারণ ইনিংস খেলেন সাকিব। আর ৬৯ বলে ৯৪ রানের পরিপক্ব অপরাজিত ইনিংস উপহার দেন লিটন। উভয়ই বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।