খবর ৭১ঃ নতুন ছাত্রকল্যাণ পরিচালকের অপসারণসহ ১৬ দফা দাবিতে টানা অহিংস আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে, পলাশির মোড় থেকে বকশিবাজার পর্যন্ত সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
দাবি আদায়ের লক্ষে শনিবার থেকে তারা এ আন্দোলন করে আসছে। বুয়েট গেট নির্মাণে সিভিল-আর্কিটেকচার ডিপার্টমেন্টের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন ও ডিজাইনের জন্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা আয়োজনের অফিসিয়াল নোটিশ দেয়ার দাবিও জানায় তারা।
এছাড়া বিতর্কিত নতুন ছাত্রকল্যাণ পরিচালককে অপসারণ করে ছাত্রবান্ধব ডিএসডব্লিউ নিয়োগ ও ছাত্রী হলের নাম সাবেকুন নাহার সনি হল নামকরণের দাবি জানানো হয়।
নির্বিচারে ক্যাম্পাসে গাছ কাটা বন্ধ, গাছ কাটার ব্যাখ্যাসহ যত গাছ কাটা হয়েছে, তার দ্বিগুণ গাছ উপাচার্যের উপস্থিতিতে রোপনের দাবি জানায় শিক্ষার্থীরা।