মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালকের সহকারী নিহত

0
651

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি, খবর ৭১ঃ

হবিগঞ্জের মাধবপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে মিলন মিয়া (২৬) নামে ট্রাক চালকের সহকারী নিহত হন। এতে চালক আব্দুল খালেক গুরুতর আহত হন।

শনিবার ( ১৫ জুন) ভোরে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর নামক স্থানে এ ঘটনা ঘটে।জানা যায়, নিহত চালকের সহকারী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মনসুর আলীর ছেলে। আহত ট্রাক চালক আব্দুল খালেককে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেন জানান, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর  উপজেলার মীরনগর নামক স্থানে একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায়  ভোর ৪ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথরবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই চালকের সহকারী মিলন মিয়া মারা যান ও চালক আব্দুল খালেক আহত হন। মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here