মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি, খবর ৭১ঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকা এলাকা থেকে ইয়াবাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
শনিবার (১৫ জুন) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ থানাধীন দাউদ নগর বাজার থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামির নাম কামাল মিয়া (৪৮)। সে জেলার শায়েস্তাগঞ্জ থানার মহলুলসুনাম গ্রামের মৃত মেহেন্দি হোসেনের ছেলে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে র্যাতপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি মো. আব্দুল খালেক ও এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।
অভিযানে কামাল মিয়াকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসহ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাগব।