খবর৭১ঃ সাভারে আশুলিয়ায় দুই ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার কাছে পিস্তল ও কয়েক রাউন্ড গুলি পাওয়া গেছে।
সোমবার দিনগত রাত আড়াইটার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের আশুলিয়ার বেড়িবাঁধের মরাগাঙ্গ এলাকা এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপুজানান, আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় ডাকাতের দুই দলের মধ্যে গোলাগুলি হচ্ছে- এমন গোপন খবর আসে। এর ভিত্তিতে দিনগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক ডাকাতকে পাওয়া যায়।
পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় মরদেহের পাশ থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।