নতুন মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইরান

0
443

খবর৭১ঃ ইরান পেট্রোকেমিক্যাল শিল্পের ওপর আমেরিকার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় নিন্দা জানিয়েছে তেহরান।

নিষেধাজ্ঞা আরোপের এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের ‘ভয়ঙ্কর লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি। খবর বার্তা সংস্থা ইরনার।

তিনি ওয়াশিংটনের এ ‘দস্যুবৃত্তি’ প্রতিহত করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

আব্বাস মুসাভি বলেন, ওয়াশিংটনের এ আচরণ বহুমুখী বিশ্বব্যবস্থা হুমকির মুখে পড়বে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমেরিকার এ পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেন।

ইরানের ওপর আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ সৃষ্টির প্রচেষ্টা ব্যর্থ হবে উল্লেখ করে আব্বাস মুসাভি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্টরাও তেহরানের বিরুদ্ধে এ ধরনের চাপ প্রয়োগ করে কোনো ফল পাননি। কাজেই বর্তমান মার্কিন প্রশাসনও চাপ প্রয়োগের এ নীতির ব্যর্থতা প্রত্যক্ষ করবে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় শুক্রবার ইরানের সবচেয়ে বড় ও লাভজনক পেট্রোকেমিক্যাল গ্রুপ পিজিপিআইসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here