খবর ৭১ঃ ঢাকার নবাবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রিপন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে মাঝিরকান্দা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত রিপন নবাবগঞ্জ এলাকার তালিকা ভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একটি জোড়া খুন সহ ১৪ টি মামলা রয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল জানান, রিপন নবাবগঞ্জ, দোহার ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় হত্যা, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে জোড়া খুন সহ ১৪ টি মামলা রয়েছে। রিপন নবাবগঞ্জ এলাকার তালিকা ভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর এলাকায়। সে দীর্ঘদিন ধরে নবাবগঞ্জে ভাড়া বাড়িতে থেকে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রবিবার সকাল ৯ টায় নবাবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।