যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে গুলি করে এক বাংলাদেশীকে হত্যা

0
427

খবর৭১:মিশিগানের ডেট্রয়েটে ভাড়াজনিত বিবাদকে কেন্দ্র করে শুক্রবার দিনগত রাত সোয়া ১টার দিকে এক বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম জয়নুল ইসলাম। স্থানীয় সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। জয়নুল স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে থাকতেন।

নিহতের বন্ধু নাঈম চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, রাতে ট্যাক্সি চালাচ্ছিল জয়নুল। এসময় এক যাত্রী তাকে ট্যাক্সির ভাড়া দিতে অস্বীকৃতি জানায়। ওই যাত্রীর সঙ্গে জয়নুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয়নুলকে গুলি করা হয়। পুলিশকে উদ্ধৃত করে ফক্স টু ডেট্রয়েট জানিয়েছে, গুলিবিদ্ধ জয়নুল চলন্ত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাঈম চৌধুরী জানান, এ হত্যাকাণ্ডের তদন্তে এখনও খুব একটা অগ্রগতি হয়নি। ‘আমরা আশা করছি, এ সপ্তাহের মাঝামাঝি সময়েই পুলিশ হত্যাকারীকে খুঁজে বের করবে।’ বলেন নাঈম।

জয়নুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্থানীয় মুসলিম সম্প্রদায়। পাঁচ হাজারেরও বেশি মানুষ তার জানাজায় অংশ নেন। মঙ্গলবার সকালে জয়নুলের মরদেহ দাফন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here