সিলেট প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার পথে দুজন মারা যায় এবং আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। নিহত দুজন হলেন- রবিউল ইসলাম (২৫)। সে বগুড়া জেলার দুক্কাতিয়া থানার কাটাহালি গ্রামের আজিজুল ইসলামের পুত্র। অপরজন হলেন মাহাবুব (৩২), সে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার নতুন বাদশার চর গ্রামের হাবিদ মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের দুই জন ড্রাইভার মারা যায় এবং আহত হয় ১২ জন। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে জনতা তাদের অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
দক্ষিণ সুরমা থানার এস আই রমাক্ষান্ত বলেন- ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে।
খবর৭১/এস: