লুব্রিকেন্ট ইমপ্লয়ীজ এসোসিয়েশন অফ বাংলাদেশের দ্বিতীয় আনুষ্ঠানিক ইফতার মাহফিল

0
729

খবর৭১ঃ ১৮ মে ২০১৯ রোজ শনিবার ঢাকার স্বনামধন্য হোটেল প্রগতি ইনে অনুস্থিত হয়ে গেল লুব্রিকেন্ট ইমপ্লয়ীজ এসোসিয়েশন অফ বাংলাদেশের দ্বিতীয় আনুষ্ঠানিক ইফতার মাহফিল।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য লুব্রিকেন্ট ব্র্যান্ডের বিপণন কর্মকর্তাসহ স্বস্ব কোম্পানির উচ্চপদস্থ সকল কর্মকর্তা।
উল্লেখ্য এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত হন লুব্রিকেন্ট ব্যবসায়ের সাথে জড়িত বিভিন্ন অঙ্গসংস্থানের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব।
ইফতার মাহফিল অনুষ্ঠানের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন লুব্রিকেন্ট ইমপ্লয়ীজ এসোসিয়েশন অফ বাংলাদেশের (লিবের) সাধারণ সম্পাদক আরিফুল হক নাহিদ।
তিনি বলেন, বিপণনক্ষেত্রে আমাদের লুব্রিকেন্ট মার্কেটে এখনও বেশ কিছু প্রতিকূলতা রয়েছে। সংগঠনের পক্ষ থেকে আমরা সে সকল প্রতিকূলতা কাটিয়ে উঠার চেষ্টা করছি। সামগ্রিকভাবে আমাদের মালিকপক্ষ এবং বিপণনের সাথে জড়িত সংগঠন মার্কেটের ডেভেলপমেন্টে কাজ করছি।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লিবের চেয়ারম্যান রিপন শেখ জায়েদ।
উক্ত অনুষ্ঠানে পরবর্তী বছরের সংগঠনের কর্মপরিকল্পনা বিষয়ে সামগ্রিক আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here