খবর৭১ঃ প্রথমবারের মত বহু জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজকে হারিয়ে শিরোপার স্বাদ পায় টাইগাররা। ঐতিহাসিক এ ম্যাচের জয়ের নায়ক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
তার ঝড়ো ব্যাটিংয়ে কঠিন ম্যাচকে সহজ করে জিতেছে টাইগাররা। ডাবলিনে শুক্রবার (১৭ মে) অনুষ্ঠিত ফাইনালে ২৩ অর্ধশতক করেন মোসাদ্দেক। সব মিলিয়ে তিনি ২৭ বলে ২ চার আর ৫ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন।
তবে আইসিসিসহ ক্রিকেটের জনপ্রিয় ওয়েব সাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ এমনকি বিসিবির অফিসিয়েল ওয়েব সাইটেও বলছে ২৩ নয় ২০ বলে ফিফটি মারেন মোসাদ্দেক। তারা তাদের স্কোর কার্ডেও এমনটাই উল্লেখ করছে।
কিন্তু ম্যাচ ফুটেজে দেখা যায় ২২ বলে ৪৮ রান করেন মোসাদ্দেক। তখন ম্যাচের ২২ তম ওভার চলছে। ওভারের ৫ বলে ডাবল নিয়ে পূর্ণ করেন ৫০ রান। এতে তার বলের সংখ্যা দাঁড়ায় ২৩টি। সব মিলিয়ে খেলেন ২৭টি বল