জীবন্ত পুঁতে রাখা নবজাতককে উদ্ধার করল কুকুর

0
1010

খবর ৭১ঃ থাইল্যান্ডে জীবন্ত পুঁতে রাখা এক নবজাতককে মাটি খুঁড়ে উদ্ধার করেছে একটি পোষা কুকুর। থাইল্যান্ডের উত্তরাঞ্চলের বান নং খাম নামক একটি গ্রামে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

খবরে বলা হয়, পিংপং কুকুরের মালিক দেখেন তার কুকুরটি মাটি খুঁড়ছে আর ঘেউ ঘেউ করছে।এরপর কুকুরের মালিক কাছে গিয়ে দেখেন মাটির নিচ থেকে একটি পা বের হয়ে আসছে।

পরে অন্যদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ডাক্তাররা জানান শিশুটি বেঁচে আছে।

জানা গেছে, শিশুটির মা ১৫ বছর বয়সী এক কিশোরী।তার সন্তানপ্রসবের বিষয়টি গোপন করতেই এই কাজটি করেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নবজাতকটির মায়ের বিরুদ্ধে শিশুকে পরিত্যাগ এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

তবে কিশোরীটি ও তার পরিবার এই কাজের জন্য অনুতপ্ত এবং তারা ওই নবজাতককে লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে পুলিশ জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here