খবর ৭১ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই পথচারীসহ ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (১৮ মে) সকালে এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ফকিরহাট মডেল থানার ওসি শেখ আবু জাহিদ জানান, সকালে উপজেলার কাকডাঙ্গা এলাকায় বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। এসময় আহত হন কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।