বায়তুল মোকাররমের অস্থায়ী গেট ভেঙে নিহত ১, পুলিশসহ আহত ২২

0
383

খবর৭১ঃ ঝড়ের বাতাসে রাজধানীর গুলিস্থানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে একটি অস্থায়ী প্যান্ডেল ভেঙে শফিকুল ইসলাম (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্ততপক্ষে ২২ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) রাত ৯টায় মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

মিশু বিশ্বাস জানান, হঠাৎ করে রাজধানীতে দমকা হাওয়ার কারণে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশের প্যান্ডেল ভেঙে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আতাবস্থায় ২৫ জনকে উদ্ধার করে। গুরুতর আহতদেরকে ঢামেকে পাঠানো হয়।

নিহতের গ্রামের বাড়ি লালমনিরহাট আদিতমারি। বর্তমানে পোস্তগোলা থাকতেন। তিনি টায়ার তৈরির কারখানায় কাজ করতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বলেন, হাসিপাতালে ২২ জন চিকিৎসাধীন অবিস্থায় আছে। মারা গেছেন ১ জন।

তিনি বলেন, আহতরা হলেন পুলিশের সিটিএসবি’র এসআই শরিফুল (৩৬), বিপ্লব (৩৪), মনির (৩৫), তারেক (৩৫), জানে আলম (২৫), শাকিল (২৩), মাসুদ (৩২), সজিব (২৮), আউয়াল (৩০), আলাল (৩৫), আরিফুল (২৫), আমানউল্লাহ (২৫), রফিউজ্জামান (২৭)-সহ ২২ জন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরে ডিউটি অফিসার রাসেল শিকদার ব্রেকিংনিউজকে বলেন, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে নামাজের জন্য তৈরি একটি প্যান্ডেল ঝড়ো বাতাসে ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটু ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here