দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে চাঁদ!

0
879

খবর৭১ঃ চাঁদ নিয়ে মানুষের কত কল্পনা, কত রোমান্টিকতা আর সেই চাঁদ নাকি সংকুচিত হয়ে যাচ্ছে! শুনতে অবাক মনে হলেও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমনটাই দাবি করেছে। নেচার জিওসায়েন্স পত্রিকায় উঠে এসেছে এমন খবর।

নাসার দাবি, গত কয়েকশো কোটি বছরে নাকি চাঁদের আয়তন নাকি প্রায় ১৫০ ফুট কমে গিয়েছে। নাসার স্যাটেলাইট এলআরও-র পাঠানো ছবি দেখে এই সিদ্ধান্তে পৌঁছেছেন মহাকাশ বিজ্ঞানীরা।

মহাকাশ বিজ্ঞানীরা মোট ১২ হাজার ছবির ওপর সমীক্ষা চালিয়েছিলেন। শুধু আয়তনে ছোট হওয়াই নয়, চাঁদের উত্তর মেরুর কাছে লুনার বেসিন মারে ফ্রিগোরিস বেশ খানিকটা সরে গিয়েছে এবং এর গায়ে ফাটলও দেখা দিয়েছে বলে দাবি বিজ্ঞানীদের।

চাঁদের এই ছোট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তর গবেষণা করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। সেই গবেষণার শেষে বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর মতো চাঁদে টেকটনিক প্লেট নেই। তাই তাপ বিকিরণের মাধ্যমে চাঁদের টেকটনিক ক্রিয়াকলাপ হয়ে থাকে। এইভাবে ক্রমাগত তাপ বিকিরণের ফলে পৃথিবীর একমাত্র এই উপগ্রহ ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে।

মহাকাশ বিজ্ঞানীরা, চাঁদের এই পরিবর্তনের সঙ্গে আঙুর থেকে কিশমিশ হওয়ার তুলনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here