বৃষ্টি হতে পারে আজ

0
333

খবর৭১ঃ বৈশাখের গরম দেশজুড়েই পড়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। অসহ্য গরমে প্রশান্তির ছিটেফোঁটা বাতাস নেই কোথাও। তীব্র রোদ, অসহনীয় গরম বাতাসে অতিষ্ঠ জীবন-জীবন। তবে আজ থেকে বিক্ষিপ্তভাবে সারা দেশে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৩ মে) সকালে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া টাঙ্গাইল, নোয়াখালী, রাজশাহী, পাবনা ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহও কিছুটা কমতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, আজ বিকেল নাগাদ সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here