খবর৭১ঃ অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারকে এক হাতে নিয়েছে ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীদের সংগঠন বার্মি আর্মি। বল টেম্পারিং কাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগেই তাকে নিয়ে ট্রল করছে ইংলিশ সাপোর্টাররা।
আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে ইংল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয় দলে সুযোগ পেয়েছেন ওয়ার্নার। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে সমালোচিত হওয়াও ওয়ার্নারকে প্রতারক হিসেবে অ্যাখ্যায়িত করেছে বার্মি আর্মি।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যে জার্সি, সেটা পরেই আছেন ওয়ার্নার। তবে বুকের ওপরে লেখা ‘অস্ট্রেলিয়া’। সেটার পরিবর্তে লেখা হয়েছে ‘প্রতারক’। আর পাশে ফটোশপ করে বসানো মিচেল স্টার্ক ও নাথান লায়নের ছবি। তাদের দুজনের হাতে রয়েছে স্যান্ডপেপার! এমনইএকটি ছবি টুইটারে পোস্ট করেছে বার্মি আর্মি।
ডেভিড ওয়ার্নারকের নিয়ে বার্মি আর্মির এই খোঁচার জবাবে অস্ট্রেলিয়ান জাতীয় ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, বিশ্বকাপের জন্য আমরা তৈরিই আছি। ইংল্যান্ডে গিয়ে প্লেন থেকে নেমেই যদি সমস্যার মুখোমুখি হই, তা হলেও আমরা তৈরি।