খবর৭১ঃজাতীয় দলের হয়ে এবার তিন নম্বরেই ব্যাট করার ইচ্ছা প্রকাশ করলেন সাকিব আল হাসান। শুক্রবার এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সাকিব মনে করেন, উপরে ব্যাট করলে ভালো কিছু করার সম্ভাবনা বাড়ে। ব্যাট হাতে দলে বেশি অবদান রাখা যায়।
তিনি বলেন, একটা সময় ছিল যখন আমি ইনিংস শেষের ১০ ওভার আগে ব্যাট করতে নামতাম। যদিও ব্যাটিং পজিশন পাচেঁ ব্যাট করতাম। তবে সময় পাল্টেছে, এখন ওপরে ব্যাট করতে চাই।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব বলেন, আমি একটু আগেভাগে ব্যাট করতে চাই। সেটা হতে পারে ব্যাটিং পজিশন তিন। এটা আমার ব্যক্তিগত মতামত। এ নিয়ে আমি অধিনায়ক ও কোচের সঙ্গে কথা বলেছি। তবে দলের স্বার্থে কোনো জায়গাতেই ব্যাট করতে আমার সমস্যা নেই।
৩২ বছর বয়সী ক্রিকেটার সবশেষ ১৩ ওয়ানডেতেওয়ানডাউনে নেমে ৪১ গড়ে ৪৯২ রান করেছেন, যা তার ক্যারিয়ারে ৩৫.৪৫ গড়ের চেয়ে বেশি।