আইপিএল ফিক্সিংয়ে অভিনেত্রীর নাম, টিভি চ্যানেলকে জরিমানা

0
260

খবর৭১ঃভারতের ক্রিকেট ইতিহাসে ২০১৩ সাল কলঙ্কজনক অধ্যায়। ওইসময় আইপিএলে ম্যাচ ফিক্সিং কাণ্ডে সমালোচনার জোয়ারে কেঁপে উঠেছিল দেশটির ক্রিকেট।

বেশ কজন তারকা ক্রিকেটারের গায়েও লেগেছিল সেই কলঙ্কের কালি। কালিমালিপ্ত হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী দিব্যা স্পন্দন। মিডিয়া জায়ান্ট এশিয়াননেট নিউজ নেটওয়ার্ক ভুল করে তার নাম ও ছবি ব্যবহার করে খবর প্রচার করেছিল।

এতে সমালোচনার রোশানলে পড়েন দিব্যা। পরিপ্রেক্ষিতে ওই চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। সেই মামলায় চ্যানেলটিকে ৫০ লাখ রুপি জরিমানা করেছেন বেঙ্গালুরু আদালত।

কর্ণাটক ফিল্ম দিয়ে অভিনয়জীবনে পথচলা শুরু করেন দিব্যা। তার মা রঞ্জিতা অঙ্গরাজ্যটির প্রবীণ কংগ্রেস নেত্রী। বাবা আর টি নারায়ণ বিশিষ্ট শিল্পপতি।

২০১২ সালে যুব কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে নাম লেখান দিব্যাও। ২০১৩ সালের উপনির্বাচনে ম্যান্ডি আসন থেকে ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের সদস্য নির্বাচিত হন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here