৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

0
372

খবর৭১ঃ তথাকথিত রিং অব ফায়ারে অবস্থিত জাপানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ২৪ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কিয়োশু দ্বীপের মিয়াজাকি শহরে কম্পন অনুভূত হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে মিয়াজাকিসহ দক্ষিণাঞ্চলীয় কিয়োশু অঞ্চলের পরিস্থিতি নিয়ে বিশেষ প্রোগ্রাম প্রচার করে।

এর পর মাত্র ২০ মিনিটের ব্যবধানে স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।

তবে শক্তিশালী দুটি ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করেনি জাপানের কর্তৃপক্ষ। এছাড়া তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here