মডেল তমার আত্মহত্যা

0
383

খবর৭১ঃআত্মহত্যা করেছেন মডেল তমা খান। তিনি ‘রানা পাগলা : দ্য মেন্টাল’, ‘বসগিরি’, ‘ধ্যাততেরিকি’ নামে তিনটি ছবির পরিচালক শামীম আহমেদ রনির স্ত্রী। রাজধানীর মিরপুরের বাসা থেকে তার লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় দুই বোন বাসায় ফ্যানের সঙ্গে তমাকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরপুর থানার এসআই অজিত রায় জানান, রাত ১০টার দিকে সংবাদ পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তমার লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে হাসপাতাল মর্গে মরদেহ রাখা হয়।

পুলিশ সূত্র জানায়, তমা খান দুই বোনের সঙ্গে মিরপুর শামীম সরণি এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। মিরপুর থানার ওসি দাদন ফকির বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here