খবর৭১ঃ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের ২৬২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ক্যারিবীয়রা। জবাবে ব্যাট করতে নেমে সতর্ক ভাবে শুরু করেছেন দুই টাইগার ওপেনার। তামিম ইকবাল ও সৌম্য সরকারে দারুণ ব্যাটিংয়ে শতকের ঘরে পৌঁছেছে টাইগাররা।
এরই মধ্যে ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন সৌম্যা। ৪৭ বলে চার মেরে হাফ সেঞ্চুরির করেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯ ওভারে বিনা উইকেটে ১০০ রান। তামিম ইকবাল ৩৭ ও সৌম্য সরকার ৫২ রানে ক্রিকজে আছেন।
এর আগে উইন্ডিজ ওপেনার হোপের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে (১০৯) ২৬১ রানের স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও চেইস ৫১, অ্যামব্রিস ৩৮ ও অ্যাশলে নার্স করেন ১৯ রান।
টাইগার অধিনায়ক মাশরাফি (৩/৪৯), মোহাম্মদ সাইফউদ্দিন (২/৪৭), সাকিব আল হাসান (১/৩৩) ও মেহেদী হাসান মিরাজের (১/৩৮) নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেট নিতে ৮৪ রান খরচ করা মুস্তাফিজুর রহমান বাদে বিশ্বকাপের আগে বাংলাদেশের সব বোলারের প্রস্তুতিটা হয়েছে দারুণ।