বিএনপির মিথ্যাচারে জোটে ভাঙন হয়েছে : হানিফ

0
677

খবর ৭১ঃ বিএনপি প্রকৃতপক্ষে আদর্শহীন একটি দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘বিএনপি নেতাদের মিথ্যাচারের রাজনীতির কারণে জোটে ভাঙন শুরু হয়েছে। অচিরেই বিএনপিতেও ভাঙন শুরু হবে। ’

আজ মঙ্গলবার (৭ মে) দুপুরে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরে ঘূর্ণিঝড়ে দুর্গতদের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি ঘূর্ণিঝড় দুর্গতদের নিয়ে লাগামহীনভাবে মিথ্যাচার করছে বলে এ সময় তিনি অভিযোগ করেন। তিনি জানান, ‘তারা বলছে- আমরা নাকি ত্রাণসামগ্রী পৌঁছাইনি। তাদের এই মিথ্যাচারের রাজনীতির কারণে জোটে ভাঙন শুরু হয়েছে, অচিরেই বিএনপিতেও ভাঙন শুরু হবে।

এসময় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে একদিকে সরকার আরেক দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। বিএনপি নেতারা কোথায়? আপনাদের কাউকে দেখা যায় না কেন?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here