ঢাবিতে মেয়েদের হলে আগুন, নেই অগ্নিনির্বাপক যন্ত্র

0
478

খবর৭১ঃ ঢাকা বিশ্বিবদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে হলের বর্ধিত ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কোনও ক্ষয়ক্ষতি না হলেও আগুন নিভাতে গিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে পলাশী ফায়ার ব্যারাক স্টেশন এর সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘আগুনটা লেগেছে ৫ তলায় রান্না ঘরের চুলা থেকে। সেখানে গ্যাসের মেইন লাইন থেকে চুলায় সংযোগকৃত যে হোস পাইপ রয়েছে, তা ফেটে লিক হয়ে আগুন লেগেছে। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

সেখানে অগ্নিনির্বাপক কোনো যন্ত্র ছিল না। না জেনে শুকনো তোষক দিয়ে ডেকে আগুন নিভানো চেষ্টা করা হয়। এতে আগুন আরও বেড়ে যায়। পরে পানি দিয়ে আগুন নেভানো হয়। বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন এই কর্মকর্তা।

ওই হলের প্রভোস্ট সুপ্রিয় সাহা বলেন, ‘আমরা বেশ কয়েক মাস পূর্বেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর এক্সটিংগুইসার এর জন্য আবেদন দিয়েছি। এছাড়াও আমরা ফায়ার সার্ভিস মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছি যাতে মেয়েদের জন্য অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়।’

ঘটনা সম্পর্কে হল সংসদ সহ-সভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুর্ঘটনাটি ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারতো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here