খবর৭১ঃবিমান হামলায় উত্তর ইরাকের পিকেকে সন্ত্রাসীদের অস্ত্র ভাণ্ডার গুঁড়িয়ে দিয়েছে তুর্কি সেনারা।
উত্তর ইরাকের সন্ত্রাসী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্র ভাণ্ডার, আশ্রয়কেন্দ্র এবং গোলাবারুদ সংরক্ষণ আস্তানায় হানা দেয় তুর্কি বাহিনী। খবরটিআরটির
সোমবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের যুদ্ধবিমান উত্তর ইরাকের হাকুর্ক, এভাশন-বাসইয়ান অঞ্চলে সন্ত্রাসীদের টার্গেট করে হামলা চালায়। বিমান হামলার ফলে সন্ত্রাসী সংগঠন পিকেকের অস্ত্র ও আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত পিকেকে তুরস্কের বিরুদ্ধে বিগত কয়েক দশক ধরে রক্তাক্ত হামলা চালিয়ে আসছে।
তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে। ২০১৫ সালের জুলাই থেকে সশস্ত্র অভিযান শুরু করে তারা।
পিকেকের হামলায় তখন থেকে এই পর্যন্ত প্রায় ১২০০ নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অসংখ্য নারী ও শিশু নিহত হয়েছেন।