খবর৭১ঃরুবেল হোসেনের পর সাকিব আল হাসানের আঘাত। শুরুতে আইরিশ শিবিরে আঘাত হানেন পেস বোলার রুবেল হোসেন। তার গতির বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন উলভসের ওপেনার জ্যাক টেক্টর। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ১৫ রান করেন তিনি।
নিজের তৃতীয় ওভারে জেমস শ্যাননকে আউট করেন সাকিব আল হাসান। সাকিবের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দিয়েফেরেন ২৫ বলে ১৮ রান করা শ্যানন।
রোববার আয়ারল্যান্ডের দ্যা হিলস ক্রিকেট মাঠে ত্রিদেশীয় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ডেরউলভস দল।
এদিনটস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উলভসের অধিনায়ক হ্যারি টেক্টর।
আয়ারল্যান্ড উলভস দল: হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেয়ার, জেমস ক্যামেরন-ডাও, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকেট, টাইরন কেন, নীল রক, জেমস শ্যানন, সিমি সিং, জ্যাক টেক্টর, ক্রেইগ ইয়ং।
বাংলাদেশ ক্রিকেটদল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী ,ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।