খবর৭১ঃ শ্রীলঙ্কায় সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ২৮ এপ্রিল (রবিবার) জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী। ড্যানফোর্থ এ্যভিন্যুস্থ বাংলাদেশি অধ্যুষ্যিত এলাকায় অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন।
কনকনে ঠাণ্ডা বাতাস উপেক্ষা করে বিকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত মানববন্ধন। কর্মসূচীতে উল্লেখযোগ্য সংখ্যক কিশোর-কিশোরী এবং মহিলাসহ কমিউনিটির সদস্যগণ সন্ত্রাস বিরোধী এবং শান্তির পক্ষে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন এবং শ্রীলঙ্কার জনগণের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করেন।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও টরন্টোর বিভিন্ন তামিল সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় ইউনাইটেড চার্চের প্রতিনিধিও উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমাবেশে স্কারবোরো সেন্টার থেকে নির্বাচিত ফেডারেল এম, পি মিসেস সালমা জাহিদ, স্কারবোরো সাউথইস্ট থেকে নির্বাচিত এম,পি,পি মিসেস ডলি বেগম, ড্যনফোর্থ ইসলামিক সেন্টারের ইমাম এবং টরন্টোস্থ তামিল কম্যুনিটির সদস্য বিশিষ্ট বক্তা জনাব ইরশাদ উসমান, ইউনাইটেড চার্চের প্রতিনিধি সারাহ মিলার, তামিল ক্যাথলিক এসোসিয়েশন অব টরন্টোর প্রেসিডেন্ট মিঃ জুড আলয়সিয়াস, উদিচী শিল্পী গোষ্ঠী কানাডা শাখার প্রেসিডেন্ট সুভাস দাশ, টরন্টো দু্র্গাবাড়ীর প্রেসিডেন্ট ডঃ সুশীতল সিংহ চৌধুরী, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির তরুণ ব্যারিস্টার ওয়াসিম আহমেদ বক্তব্য প্রদান করেন।
বক্তাগণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং এরূপ কর্মসূচী গ্রহণ করার জন্য জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডার কতৃপক্ষের ভূয়ষী প্রশংসা করেন।
খবর৭১ /জি