খবর৭১ঃঅনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি গোলকিপার ইকার ক্যাসিয়াস। স্পেনের সর্বকালের সেরা গোলরক্ষক ক্যাসিয়াস বর্তমানে পর্তুগীজ ক্লাব এফসি পোর্তোয় খেলছেন।
বুধবার সকালে দলের সঙ্গে অনুশীলন করছিলেন ক্যাসিয়াস। প্র্যাকটিসের সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি। তার অবস্থা বেগতিক দেখে ক্যাসিয়াসকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩৭ বছর বয়সী ক্যাসিয়াসের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। তবে তিনি এখন বিপদ মুক্ত।
ক্যাসিয়াসের সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে সুস্থ হয়ে উঠলেও ক্যাসিয়াসের পক্ষে চলতি মৌসুমে আর খেলা সম্ভব হবে না।
প্রসঙ্গত, রিয়ালের হয়ে রেকর্ড ৭২৫টি ম্যাচ খেলা ক্যাসিয়াস পাঁচবার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছেন। ক্যারিয়ারে তিনবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ।