প্রথম এশিয়ান হিসেবে মেলবোর্ন ক্রিকেটের প্রেসিডেন্ট হচ্ছেন সাঙ্গাকারা

0
370

খবর৭১ঃশচীন টেন্ডুলকার, ইমরান খান, রানা তুঙ্গারমতো কিংবদন্তি ক্রিকেটাররাযে সম্মান পানননি, সেই সম্মান পাচ্ছেন কুমার সাঙ্গাকারা।ইংল্যান্ডের বাইরে প্রথম ক্রিকেটার হিসেবে ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হচ্ছেন সাঙ্গাকারা।

বুধবার এক বিবৃতিতে এমনটি জানায় এমসিসি কর্তৃপক্ষ। এদিন এমসিসির বার্ষিক সাধারণ সভার শেষে পরবর্তী সভাপতি হিসেবে সাঙ্গাকারার নাম ঘোষণা করেন বর্তমান প্রেসিডেন্ট অ্যান্থনি।

২০১২ সালে সাঙ্গাকারাকে এমসিসির আজবীন সদস্যপদ দেওয়া হয়। দীর্ঘদিন ক্লাবের ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন শ্রীলংকান এই কিংবদন্তি। আগামী অক্টোবর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত এমসিসির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রীলংকান সাবেক এই অধিনায়ক।

এ ব্যাপারে সাঙ্গাকারা বলেন, ‘আমার কাছে এমসিসি বিশ্বের সেরা ক্রিকেট ক্লাব। এটা আমার কাছে একটা দুর্লভ সম্মান। এমসিসি সভাপতি হিসেবে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। এমসিসির সভাপতি হিসেবে ক্রিকেটের উন্নতিতে অবদান রাখার কথা ভেবে আমি রোমাঞ্চিত।

প্রসঙ্গত ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এমসিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here