রোজার মাসয়ালা-মাসায়েল জানা যাবে যেভাবে

0
571

খবর৭১ঃপবিত্র রমজান মাসকে সামনে রেখে এবারও ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) কল সেন্টার চালু রয়েছে।

যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকে ‘৩৩৩’ নম্বরে কল করে নামাজ, রোজা, জাকাত ও ফিতরা সম্পর্কে বিভিন্ন মাসয়ালা-মাসায়েল এবং সাহরি ও ইফতারের সময় জানা যাবে।

বৃহস্পতিবার ইফা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‘৩৩৩’ নম্বরের কল সেন্টারটি গত বছর রমজান মাস থেকে চালু করা হয়। ‘৩৩৩’ এ ফোন করে ইসলামিক সেবা নিতে সাধারণ কলচার্জ প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের দোরগোড়ায় সেবা প্রদান নিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এটুআইয়ের মাধ্যমে এই কল সেন্টার চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গত বছরের ১২ এপ্রিল এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here