খবর৭১ঃ আসন্ন রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময় নির্ধারণ করা হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সংস্কার ও সমন্বয়) ড. শামসুল আরেফিন। তিনি জানান, রমজান মাসে এই অফিসগুলোতে বেলা ১.১৫ থেকে ১.৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ মে থেকে শুরু হবে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।