বামনা(বরগুনা) সংবাদদাতাঃ
বরগুনার বামনায় আজ বুধধবার সকালে বামনা সারওয়ারজান স্কুল এন্ড কলেজের সামনের সড়কে বেসরকারী শিক্ষকদের বেতন থেকে কল্যান তহবিলের নামে অতিরিক্ত ১০% টাকা কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা বেরসরকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে প্রায় ঘন্টাকাল ব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য দেন, বামনা উপজেলা বেসরকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ নূরুল হক খান, বামনা সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, বেসরকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সহ-সভাপতি অঞ্জন চ্যাটার্জী সহ শিক্ষক নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, বেসরকারী শিক্ষকদের বেতন থেকে পূর্বে ৬% কল্যান তহবিল কেটে নেওয়া হতো বর্তমানে সেখানে ১০% নেওয়া হচ্ছে, বাড়তি ৪% কোন খাতের জন্য নেওয়া হয় তা শিক্ষকরা অবগত নয়। তাই এই বাড়তি টাকা যাতে কেটে নেওয়া না হয় সরকারের কাছে এই দাবী করা হয়।
খবর৭১/জি: