সাতানীপাড়া এলাকায় বালু নদীর তলদেশ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার

0
422

খবর৭১ঃ পূবাইল থানাধীন উজিরপুরা সাতানীপাড়া এলাকায় বালু নদীতে অভিযান চালিয়ে নদীর তলদেশে রাখা বিপুল পরিমাণ মদ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত পূবাইল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময় নদীর গভীরে পানির নিচ থেকে ৮০টি মাটির কলসি ভর্তি মদ উদ্ধার করা হয়। প্রতিটি কলসিতে প্রায় ৪০/৫০ লিটার করে মদ রয়েছে।

পূবাইল থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ জানান, পূবাইল থানাধীন উজিরপুরা সাতানীপাড়া এলাকায় বালু নদীতে নৌকায় করে দীর্ঘদিন ধরে মদ তৈরি করে আসছিলো মাদক ব্যবসায়ীদের একটি মহল। সেই মদ নৌকার উপরে আগুনে জ্বাল দেওয়া হতো। পরে কলসি ভর্তি করে পানির নীচে সংরক্ষণ করা হতো।

নৌকায় করেই সেইসব মদ বিক্রিও করা হতো।
তবে অভিযানে কাউকে আটক করা না গেলেও মদ তৈরির চক্রে মনা, জোসনা, জুয়েল, সোহেল ও শাহজাহানসহ স্থানীয় অনেকেই জড়িত রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here