খবর ৭১: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কোনো ক্ষমতা সরকার কিংবা দুদকের নেই বলে দাবি করেছেন সুপ্রিমকোর্ট বারের সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
আজ শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষমতা সরকারের নেই। এই কারণে সরকার ভিন্ন পথে হাঁটছে। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক স্ট্যান্ডবাজির জন্য সরকার এসব করছে।