সেফুকে ২৫ বছর আগেই ত্যাজ্য করে পরিবার

0
626

খবর৭১ঃ ফেসবুক লাইভে এসে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ছিঁড়ে ফেলা এবং তা টয়লেটে নিক্ষেপ করা ও মহানবী (স.) কে নিয়ে অশ্লীল মন্তব্যকারী সেফাতউল্লাহ ওরফে সেফু বাবার ত্যাজ্যপুত্র। ২৫ বছর আগে তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন তার বাবা হাজী আলী আকবর।

সেফু চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১৩ নং সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড চেড়িয়ারা গ্রামের মৃত হাজী আলী আকবরের ছেলে।

জানা গেছে, সেফুর বাবা তিনটি বিয়ে করেন। সবঘর মিলে সেফুরা ভাই-বোন ১৫ জনের অধিক। সেফুর আপন ভাই-বোনের সংখ্যা ৮ জন। তবে কারো সাথে সেফুর কোন সম্পর্ক নেই। পারিবারিক জীবনে সেফুর এক সন্তান রয়েছে। সে ইংল্যান্ডে আছে। তার স্ত্রী ঢাকায় থাকেন। প্রায় ২২ বছর আগে সেফু অস্ট্রিয়ার ভিয়েনায় চলে যায়। পরিবারের অবাধ্য এই সেফাতউল্লাহ একজন বিকারগ্রস্ত প্রতিবন্ধী বলে স্থানীয় এলাকাবাসী জানান।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা গ্রামের সেফুদার বড় ভাই শামছুল আলম মজুমদারের সাথে কথা হয়। এ সময় তিনি বলেন, ‘কিশোর বয়সে সেফাতউল্লাকে আমার বাবা পাবনা পাগলা গারদে দিয়ে যান। সেখানে কয়েক মাস তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে মাঝেমধ্যে বাড়িতে ফোন করে। ফোন করেই আমাদের গালিগালাজ করে।’

সেফাতউল্লাহর চাচাতো ভাই রেদোয়ান হোসেন সেন্টু জানান, ‘ছোট বেলা থেকেই সেফু পরিবারের অবাধ্য হয়ে চলতো। পরিবারের কাছে জেনেছি, তাকে একবার পাগলা গারদ ও জেলখানায় রাখা হয়েছিল। তার বাবা হাজী আলী আকবর কোন সম্পত্তি তাকে দেয়নি। ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন। এমনকি হাজী আলী আকবর মারা যাওয়ার সময় দেশে আসেনি এই সেফু। পরিবারের কারো সাথে তার যোগাযোগ নেই।’

আরো পড়ুন: কোরআনকে অবমাননা, ফেসবুকজুড়ে সেফুদা’র ফাঁসি দাবি

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত-সমালোচিত সেফাতউল্লাহ সেফুকে দেশে অথবা বিদেশে আইনের হাতে তুলে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগন্থ পবিত্র কোরআন শরিফ অবমাননাকারী সেফাতউল্লাহ সেফুকে দেশ এবং বিদেশের মাটিতে যারা আইনের আওতায় সোপর্দ করতে পারবে, তাদের জন্য ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে সেফাতউল্লাহ পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়। বিষয়টি নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here