মামলা থাকায় বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো নিপুণ রায়কে

0
733

খবর ৭১ঃ মামলা থাকায় ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে। আজ বৃহস্পতিবার সকালে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।

নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং বিএনপির আরেক নেতা নিতাই রায় চৌধুরীর মেয়ে।

ফেরত পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন নিপুণ রায়। তিনি বলেন, ‘দুপুর একটায় নভোএয়ারের একটি ফ্লাইটে স্বামী ও মেয়েকে নিয়ে তার কলকাতা যাওয়ার কথা ছিল। ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় ফেরার রিটার্ন টিকিটও আমাদের ছিল। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে বলা হয়, মামলা থাকায় তাকে বিদেশ যেতে না দেয়ার নির্দেশনা আছে। তাই যেতে দেওয়া হয়নি।’

পরে স্বামী ও মেয়ে কলকাতা চলে গেলেও বিমানবন্দর থেকে ফিরে আসেন নিপুণ রায়।

এর আগে গত ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে দেওয়া হয়নি। দু’দিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here