সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা উৎপাদন, হোটেলে খাবার পরিবেশন, ও খাদ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানের অর্থদন্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওইসব প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক আফসানা পারভীন ও মমতাজ বেগম। এসময় তারা ওইসব প্রতি্ঠান মালিকদের ভবিষ্যতের জন্য সতর্ক করেন। সুত্র জানায়, শহরের বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে লাচ্ছা উৎপাদনের দায়ে রোজি ফুড প্রডাক্টস এর জামাল উদ্দিনকে ১০ হাজার টাকা, হাজারীহাট বাজারের অন্তরঙ্গ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে মালিক মিলনকে ৫ হাজার, এবং চওড়া বাজারে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রির দায়ে তাসনীম বেকারীর দুলুকে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অভিযান পরিচালনাকলে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর স্যানেটারী ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার,থানার উপ-পরিদর্শক মো. মোমতাছের হোসেনসহ সঙ্গীয় ফোর্স।