খবর৭১ঃ রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে চলতি সপ্তাহে আবারও অশান্ত হয়ে উঠছে লিবিয়া। খলিফা হাফতার বাহিনী ও সরকারি বাহিনী তুমুল যুদ্ধের কারণে চলতি মাসের শুরু থেকে জরুরি অবস্থা (স্টেট অব অ্যালার্ট) ঘোষণা করেছে দেশটির সরকার। এরপরও লিবিয়ায় যুদ্ধপরিস্থিতি খারাপের দিকে মোড় নেওয়ায় প্রায় ৩০০ বাংলাদেশিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘রাজধানী ত্রিপোলি এবং এর আশপাশে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি থাকেন। এরমধ্যে ৩০০ জন যুদ্ধক্ষেত্রের খুব কাছে অবস্থান করছিলেন। এ জন্য আমরা তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছি।’
এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘সেখানে আমাদের দূতাবাস একটি হটলাইন সংযোগ স্থাপন করেছে এবং বাংলাদেশিদের সহায়তা দিচ্ছে।’
লিবিয়ার আরেক বড় শহর বেনগাজিতে বাংলাদেশিদের কী অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘সেখানে সবাই নিরাপদে আছেন। যুদ্ধ হচ্ছে ত্রিপোলি এবং এর আশপাশের অঞ্চলে।’
তিনি আরও জানান, ‘আমরা এ বিষয়ে তৎপর। যদি প্রয়োজন হয় আমরা জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশিদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নেবো। পরিস্থিতি যদি আরও খারাপের দিকে মোড় নেয় তবে আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিয়ে আসবো।’
এর আগে ৫ এপ্রিল বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জধানী ত্রিপলি ও এর পার্শ্ববর্তী শহরগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করা হয়। এছাড়া লিবিয়ায় অবস্থানকারী প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +২১৮৯১৬৯৯৪২০৭ ও +২১৮৯১০০১৩৯৬৮-তে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।