ইসরায়েলের আল-আকসা মসজিদে আগুন

0
525

খবর ৭১ঃ এবার আগুনে পুড়েছে ইসরায়েলের জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ। ফ্রান্সের প্যারিসের বিশ্ববিখ্যাত নটর-ডেম গীর্জায় যে সময় আগুন লাগে প্রায় একই সময়ে আগুন লাগে এই মসজিদটিতে।

আল-আকসা মসজিদের গার্ড আন্তার আল-হামাউরির বরাত দিয়ে নিউ আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে মারওয়ানি নামাজ কক্ষের বাইরে দারোয়ানদের কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। জায়গাটি সলোমন’স স্টেবলস নামেও পরিচিত।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের ফায়ার সার্ভিস বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলটি পরীক্ষার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে আগুন লাগার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। আগুন লাগার সময় ঘটনাস্থলের দায়িত্বতর এক দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করছে তারা।

নিউ আরব নিউজকে একজন দারোয়ান জানিয়েছেন, গতকাল সন্ধ্যা সোয়া সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এ আগুন লাগার ঘটনা ঘটে।

তবে জেরুজালেম ওয়াকফ এবং আল আকসা মসজিদ বিষয়কবিভাগের মহাব্যবস্থাপক শেখ আজ্জাম আল খতিব বলেন, ‘ওই এলাকায় খেলতে থাকা শিশুদের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হতে পারে।’

এদিকে প্রায় একই সময়ে ফ্রান্সের প্যারিসের বিখ্যাত নটর-ডেম গির্জায় ভয়াবহ আগুনে গির্জার সুউচ্চ চূড়াসহ ছাদ ধসে পড়ে। দ্বাদশ শতাব্দীর অনন্য নির্মাণশৈলীর গির্জাটি দেখতে প্রতিবছর লাখো পর্যটক প্যারিসে ভিড় করেন। গতকালের আগুনে পুড়ে মধ্যযুগের গির্জাটির মারাত্মক ক্ষতি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here